বছর ঘুরলেই দেশজুড়ে লোকসভা নির্বাচন। গদি টিকিয়ে রাখতে মরিয়া শাসকদল বিজেপি। তবে এর মধ্যেই দেশের নানান রাজ্যে পদ্মশিবিরের অন্দরে মাথাচাড়া দিয়েছে দলীয় অন্তর্দ্বন্দ্ব। এবার তা প্রকট হল মণিপুরেও। সে রাজ্যে এই নিয়ে চতুর্থ বিজেপি বিধায়ক সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন! যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যেই। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন, এর মধ্যেই আগামীতে মণিপুরের রাজনীতিতে কি ঘটতে চলেছে, সেই দিকে নজর রয়েছে রাজনীতির কারবারিদের। সোমবার তাঁর প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন মণিপুরের বিজেপি বিধায়ক। এই মাসে শাসক দলের একজন বিধায়কের সরকারি পদ থেকে এটি চতুর্থ পদত্যাগ। উরিপোকের বিজেপি বিধায়ক খোয়াইরাকপাম রঘুমণি, ব্যক্তিগত কারণ দেখিয়ে মণিপুর পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার (মনিরেডা) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
স্বভাবতই, বিজেপি বিধায়কদের এই পদত্যাগ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের মধ্যে নয়া জল্পনা তৈরি করেছে। এর আগে, থোকচম রাধেশ্যাম ৮ই এপ্রিল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে পদত্যাগ করেছিলেন, তারপরে ল্যাংথাবল বিধায়ক করম শ্যাম ১৭ই এপ্রিল পর্যটন কর্পোরেশন মণিপুর লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। করম শ্যাম পদত্যাগের কারণ হিসেবে দায়িত্বের অভাবকে উল্লেখ করেছেন। অন্যদিকে ওয়াংজিং তেঁথার বিধায়ক পওনম ব্রজেনও ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০শে এপ্রিল মণিপুর ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেই আজকের এই পদত্যাগ মাথাব্যথা বাড়িয়েছে গেরুয়াশিবিরের।
