নতুন কোচ ঠিক করে ফেলল লাল-হলুদ শিবির। বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন প্রশিক্ষক কার্লস কুয়াদ্রাতকেই দায়িত্ব দিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ক্লাবের তরফে আনুষ্ঠানিক তাঁর ভাবে ঘোষণা করা হয়েছে। আপাতত দু’বছরের জন্যে চুক্তি করা হয়েছে কুয়াদ্রাতের সঙ্গে। ২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কোচিংজীবন শুরু করেন কুয়াদ্রাত। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রথম পর্বে ভারতে তাঁর কোচিং-পর্ব কাটে। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে। দেশের প্রথম ক্লাব হিসাবে ওঠে এএফসি কাপের ফাইনালে। ২০১৮-য় বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পান কুয়াদ্রাত। সে বছরই বেঙ্গালুরুকে আইএসএল জেতান তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে। পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত।
এদিন ইস্টবেঙ্গলে যোগ দিয়ে কুয়াদ্রাত বলেছেন, “আগামী দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হতে পেরে আমি গর্বিত। ভারতের এত বড় একটা ক্লাব, যারা এত বছরে এতগুলি ট্রফি জিতেছে, তাদের থেকে কোচিংয়ের প্রস্তাব পাওয়া খুব উত্তেজক ব্যাপার। ভারতে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এই দেশটাকে প্রচণ্ড ভালবাসি এবং বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই দেশে। এই ক্লাবের যে কোটি কোটি সমর্থক রয়েছেন তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব।” খুশি দেবব্রত মুখোপাধ্যায়ও। “কুয়াদ্রাতকে কোচ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি ওঁর অগাধ অভিজ্ঞতা এবং ভারতীয় ফুটবলে অসাধারণ পরিসংখ্যান আমাদের শক্তিশালী দল গড়ে তুলতে সাহায্য করবে। ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস গড়তে চাই আমরা”, ইমামির তরফে জানিয়েছেন তিনি।
