যৌন হেনস্তার অভিযোগ অবিলম্বে তুলে নিতে হবে। জাতীয় কুস্তি ফেডারেশনের কর্তাদের হুমকির মুখে পড়ছেন মহিলা কুস্তিগিররা। এমনই বিস্ফোরক দাবি করলেন ভিনেশ ফোগাট।
জাতীয় কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল ক্রীড়ামহল। রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন পদকজয়ী কুস্তিগিররা। ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মধ্যে মঙ্গলবার অলিম্পিয়ান ভিনেশ ফোগাট দাবি করলেন, যে সাত মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাঁদেরই নয়, তাঁদের পরিবারকেও ভয় দেখানো হচ্ছে। অভিযোগ তুলে নিতেও জোর করা হচ্ছে। কুস্তিগিরদের ঐক্য ভাঙার চেষ্টা করতেন ফেডারেশন কর্তাদের একাংশ। দাবি ভিনেশের।
ভিনেশ বলে দেন, ‘ওদের পরিবারের লোকেদের হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো ভয়ে দিন কাটছে তাঁদের। পুলিশের উচিত দ্রুত এফআইআর নেওয়া এবং এই অসহায়দের পাশে দাঁড়ানো। অভিযোগকারিণীদের কোনও ক্ষতি হলে সেই দায় দিল্লি পুলিশ ও কেন্দ্রকেই নিতে হবে’। গোটা বিষয়টিতে ক্রীড়ামন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় তিন মাস ধরে প্রতিবাদ জানাচ্ছেন কুস্তিগিররা। তা সত্ত্বেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ক্রীড়ামন্ত্রক।