ক্ষমতার আসার পর রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে স্বীকৃতিও অর্জন করেছে সেগুলি। যা দেখে একাধিকবার মমতার প্রকল্পগুলির অনুকরণ করেছে দেশের অন্যান্য রাজ্য ও রাজনৈতিক দলগ। সামনেই ভোট কর্ণাটকে। আর তাই সেখানে নির্বাচনী বৈতরণী পেরোতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রীর অনুকরণে কর্ণাটকে গৃহলক্ষ্মী ও যুবনিধি চালু করার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। সোমবার হাত শিবিরের তরফে জানানো হয়, কংগ্রেস ক্ষমতায় এলে মন্ত্রীসভার প্রথম বৈঠকে মহিলাদের প্রতিমাসে ২ হাজার ও বেকার স্নাতক যুবকদের প্রতিমাসে ৩ হাজার ও ডিপ্লোমাপ্রাপ্তদের দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গতকাল কর্ণাটকের রামদ্রাগ, বেলগাঁও, জাদাগ এলাকায় যুবকদের সঙ্গে আলাপচারিতা সারেন রাহুল গান্ধী। প্রচারে যুব সম্প্রদায়ের মন জয়ে একাধিক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন দলের প্রাক্তন সভাপতি। সেইসঙ্গে কর্ণাটকের বিজেপি সরকারকে নিশানা করে সোনিয়া পুত্র বলেন, ‘রাজ্যে বেকারত্বের সংখ্যা প্রতিদিন বাড়ছে। কর্মসংস্থানের কোনও দিশা এই সরকার দিতে পারেনি। অথচ বেকার যুবকরা চাকরির বদলে অন্য কোনও কাজ করতে চাইলে ২০ শতাংশ কমিশন চাওয়া হয়। আর প্রধানমন্ত্রী বলেন কাউকে দুর্নীতি করতে দেবেন না। অথচ তিনি যখন প্রচারে আসবেন তখন তাঁর মঞ্চেই একাধিক নেতারা থাকবেন যাঁরা চরম দুর্নীতিগ্রস্ত বলে পরিচিত।’