আপাতত স্বস্তিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিল দিল্লী হাই কোর্ট। আগামী ১০ই মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই জানিয়ে দিল আদালত। কয়লা পাচার মামলায় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। হাজিরা এড়াতে দিল্লী হাই কোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। বুধবার সেই মামলার শুনানি ছিল মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। আগের শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। এদিন ইডির আইনজীবীরা মলয়ের বিরুদ্ধে হলফনামা জমা দেন। তবে আদালত আগামী ১০ই মে পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছে। ততদিন মলয়ের রক্ষাকবচও বহাল রইল।
উল্লেখ্য, গতমাসের শেষের দিকে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে তলব করে ইডি। ডাকা হয় তাঁর আপ্ত সহায়ককেও। গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। দিল্লী হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ই এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬শে এপ্রিল পর্যন্ত। এবার আরও ১৪ দিন প্রলম্বিত হল তা।