আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। অভিযুক্ত হিসাবে সিবিআইয়ের চার্জশিটে রয়েছে তাঁর নাম। এদিকে, তার মধ্যেই মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় মণীশের স্ত্রী সীমাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে কাছে নেই সন্তানও। কারণ মণীশ-সীমার একমাত্র পুত্র বিদেশে পড়াশোনা করেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে আপ নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশকে গ্রেফতার করে সিবিআই। এর পর থেকেই তিনি জেলে রয়েছেন। জেলবন্দি থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। এর মধ্যেই মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রী সীমাকে দিল্লীর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ সীমা। এ প্রসঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘জটিল রোগে ভুগছেন সীমা। তাঁর দেখভাল মণীশই করতেন। এখন সেটাও পারছেন না।’