সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ বহু আগে থেকেই তাই সংগঠনের দিকে বিশেষ মনযোগ দিতে শুরু করেছে রাজ্যের শাসকদল৷ পাশাপাশি, মানুষের মন বুঝতেও নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি৷ ‘দিদির দূত’ থেকে শুরু করে হালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’৷ এই সবেরই লক্ষ্য, সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনা এবং তাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়া৷ গত মঙ্গলবার থেকে কোচবিহারে ‘জনসংযোগ যাত্রা’ শুরু করেছেন অভিষেক৷ আজ সেই কর্মসূচির দ্বিতীয় দিন৷ আর এই দ্বিতীয় দিনে তিনি ছুঁলেন রাজবংশী আবেগ।
এদিন কোচবিহারে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তিনি। জানান, “পঞ্চানন বর্মা রাজবংশী জনজাতির নয়া সত্তা পরিচয়ের দিশারি। কোচবিহারে #JonoSanjogYatra-এর দ্বিতীয় দিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে আমি ঋদ্ধ হলাম। নতমস্তকে তাঁর পদতলে প্রার্থনা জানালাম সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের জন্য।’
অভিষেকের কথায়, ‘যে রাজবংশী সম্প্রদায়ের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য রায় সাহেব পঞ্চানন বর্মা তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁকে আমি শতকোটি প্রণাম জানাই।’
মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। তারপরে সভা করেন মাথাভাঙায়৷