২০২২-এর ডিসেম্বরেই পুরভোট সম্পন্ন হয়েছিল দিল্লীতে। এরপর তিনবার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও আপ-বিজেপি বিবাদের জেরে তা পণ্ড হয়ে গিয়েছিল। অবশেষে চতুর্থ বারের চেষ্টায় ফেব্রুয়ারি মাসে দিল্লীর নতুন মেয়র নির্বাচিত হয়েছিলেন আম আদমি পার্টির নেত্রী শেলি ওবেরয়। কিন্তু পুরসভার স্ট্যান্ডিং কমিটি গঠিত না হওয়ায় পুর আইন মেনে বুধবার নতুন করে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন হল দিল্লীতে। আর এই ভোটে বিজেপি প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন শেলি। ডেপুটি মেয়র পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের কাউন্সিলর আলে মহম্মদ ইকবাল। তাঁদের অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল।
টুইটারে আপ সুপ্রিমো লিখেছেন, ‘‘এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র এবং ডেপুটি মেয়র হওয়ার জন্য শেলি আর আলেকে অভিনন্দন। দু’জনকে শুভকামনা জানাই। আমাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন।’’ ডিসেম্বরের গোড়ায় পুরভোটে ২৫০ আসনের দিল্লী পুরনিগমে ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল কেজরীওয়ালের আপ। ক্ষমতাসীন বিজেপি নেমে আসে ১০৪-এ। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা। তবে দিল্লীর মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন এবং লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, মেয়র পদে জয়লাভ করবেন সেই দলের প্রার্থী।
