হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ওভারে দুরন্ত বোলিং করে দিল্লীকে জয় এনে দিয়েছিলেন তিনিই। বাংলার পেসার মুকেশ কুমারকে নিয়ে চর্চা অব্যাহত ক্রিকেটমহলে। শেষ ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদের জিততে প্রয়োজন ছিল ১৩। অতিরিক্ত সময় নষ্ট করার কারণে ৩০ গজ বৃত্তের মধ্যে দিল্লীকে রাখতে হয় অতিরিক্ত ফিল্ডার। ১৮ তম ওভারে ১৫ রান দেওয়া সত্ত্বেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার বল তুলে দেন মুকেশকে। তাঁর আস্থার মর্যাদা রাখেন বাংলার তরুণ ক্রিকেটার। সাত রানে ম্যাচটি জেতে দিল্লী ক্যাপিটালস। মুকেশ বলেছেন, ‘‘সব সময় মনে হত, কোনও একটা ম্যাচে এমন বোলিং করতে হবে যাতে দলকে জেতাতে পারি। বলা যায়, সানরাইজার্সের বিরুদ্ধে সেই স্বপ্ন সত্যি হল। এমনিতে শেষ ওভার করা সবসময় চাপের। আমি শুধু মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করেছি।’’
পাশাপাশি তিনি জানান, ‘‘দলকে জেতানোর এমন সুযোগ সচরাচর আসে না। আমার কাছে উইকেট নেওয়া লক্ষ্য ছিল না। চেষ্টা করেছিলাম, শেষ বলটায় যেন বাউন্ডারি না হয়। ভাল লাগছে সেটা শেষ পর্যন্ত করতে পেরেছি ভেবে। চেষ্টা করব, ভবিষ্যতেও এ ভাবেই আবার দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে।’’ সোমবার দিল্লির রান ছিল আট ওভারে পাঁচ উইকেটে ৬২। সেখান থেকে দলকে টানে মনীশ পাণ্ডে-অক্ষর প্যাটেল জুটি। তারাই তুলে দেয় ৬৯ রান। পরপর দুটি ম্যাচ জিতেও সমস্যায় পড়েছে দিল্লী শিবির। মন্থর ওভাররেটের জন্য ডেভিড ওয়ার্নারের ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএলের গভর্নিং বডি। এ দিকে দিল্লী অধিনায়কের বিরুদ্ধে পরোক্ষে তোপ দেগেছেন সুনীল গাভাস্কার। অস্ট্রেলীয় তারকাকে সরিয়ে অক্ষরকে অধিনায়ক করুক দিল্লী, এমনটাই চাইছেন তিনি।
