আজ, বুধবার তাঁর জনসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিন। আর এদিনই পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কোনও নেতার হাত-পা ধরে ঠিক হবে না প্রার্থী। আবার জানিয়ে রাখলাম।’ তাঁর স্পষ্ট কথা, ‘মানুষের পঞ্চায়েত গড়তে আমি পরিবার ছেড়ে রাস্তায় এসেছি। আমি যখন কথা দিয়েছি, মানুষের পঞ্চায়েত গড়তে, আমি সেটাই করব৷’
এদিন জন সংযোগ যাত্রার দ্বিতীয় দিনে কোচবিহার দক্ষিণে সভা করেন অভিষেক৷ সভামঞ্চ থেকেই তাঁকে বলতে শোনা যায়, ‘এই মাঠেও ব্যালট বক্স থাকবে৷ সেখানে ভোট দিতে হুড়োহুড়ি করবেন না। নিজেদের মতামত রেখে যাবেন। যাকে ইচ্ছা ভোট দিন৷ কিন্তু ভাল মানুষকে ভোট দিন৷’ এরপরেই অভিষেকের হুঁশিয়ারি, ‘একটা ব্যালট পেপারে সুপারিশ করে দিলেই যে ভাবছে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলাম, সে ভুল ভাবছে। যে ভাবছে ২০ ভোট বেশি পেয়ে এগিয়ে যাব, আসন সুনিশ্চিত করতে পারব, সে মূর্খের স্বর্গে বাস করছে৷’
