ভারতীয় রেলের পরিষেবা এবং যাত্রীস্বাচ্ছন্দ্য নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। অপরিচ্ছন্ন বাথরুম, খারাপ খাবার, কিংবা ইঁদুরের উৎপাত-এসব খুবই সাধারণ ঘটনা। যাত্রীরা এসবে এতটাই অভ্যস্ত যে তাঁদের অনেকের কাছেই এসব গা সওয়া হয়ে গেছে। তবে নেতা মন্ত্রীদের ব্যাপার আলাদা। তাঁরা তো আর ‘সাধারণ’ নন। তাই গাঁটের কড়ি খরচ করে ট্রেনে ওঠা যাত্রীদের যে অভিযোগে রেল কর্তৃপক্ষ সেভাবে মাথাই ঘামায় না, সেই একই অভিযোগ যদি পার্লামেন্টের সদস্য করেন, তাহলে তাতে কান না দিয়ে উপায় আছে!
শনিবার দিল্লিগামী গোমতী এক্সপ্রেসের এইচ১ কামরায় চড়ে ভ্রমণ করছিলেন উত্তরপ্রদেশের এটাহ-র বিজেপি সাংসদ রাজবীর সিং। ট্রেনের ভিতরেই মশা কামড়ায় তাঁকে। তাতেই প্রবল খেপে ওঠেন সাংসদমশাই। তাছাড়া ট্রেনের বাথরুমও অত্যন্ত নোংরা ছিল। সব মিলিয়েই রেগে ওঠেন তিনি। তাঁর হয়ে টুইটারে রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানান রাজবীর সিংয়ের সঙ্গী মান সিং।
অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। উন্নাও স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর লোক ডেকে পরিষ্কার করানো হয় গোটা কামরা। তাছাড়া পেস্ট কন্ট্রোলের কর্মীদের ডেকে পোকামাকড়ও মারা হয়। তারপর ফের শুরু হয় যাত্রা।