এবার কর্ণাটকে বারো ক্লাসের পরীক্ষায় আর্টস বিভাগে প্রথম হলেন হিজাব আন্দোলনের অন্যতম মুখ তবাসসুম শাইক। ৬০০-র মধ্যে ৫৯৩ নম্বর পেয়েছেন তিনি। প্রসঙ্গত, বেঙ্গালুরুতে সে ছিল প্রতিবাদী অর্থাৎ হিজার পরে ক্লাস করতে দেওয়ার দাবিতে আন্দোলনকারী মেয়েদের অন্যতম ছিলেন ১৭ বছর বয়সী তবাসসুম। একটা সময় প্রতিবাদে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তিনি। সময়ের নিয়মে হিজাব আন্দোলন, আইনি বিবাদ সবই স্তিমিত হয়ে গিয়েছিল। তবাসসুমদের কথা মনে রাখেনি সংবাদমাধ্যমও। সেই তবাসসুম ফের সংবাদমাধ্যমে আলোচনায় ফিরেছে ১২ ক্লাসের চূড়ান্ত বোর্ড পরীক্ষায় আর্টস বিভাগে প্রথম স্থান দখল করে।
তবাসসুম জানিয়েছেন, বাবা-মায়ের একটি কথাই তাঁর ভাবনা বদলে দিয়েছিল। তাঁর কথায়, ‘প্রতিবাদে স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে বহুদিন বাড়িতে বসে ছিলাম। একটা সময় মানসিক চাপ নিতে পারছিলাম না। বাবা-মা তখন বলেছেন, পড়াশুনোর ব্যাপারে কোনও শর্ত আরোপ করা চলে না। পড়াশুনো বন্ধ করে দিলে ভবিষ্যতের প্রতি অন্যায় করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাবা-মা-দাদার পরামর্শে একদিন স্কুলে ফিরলাম। অবশ্যই হিজাব ছাড়া। খুব খারাপ লাগছিল। আমি পাঁচ বছর বয়স থেকে হিজাব পরি। পোশাকটা আমার ভাল লাগে। একটা অধিকার জন্মে গিয়েছিল। হিজাব না পরে স্কুলে যেতে তাই খুব কষ্ট হয়েছে।’