একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল দশা সংগঠনেরও। যার ফলস্বরূপ নীচতলায় কার্যত বিলুপ্তপ্রায় দলে পরিণত হয়েছে বঙ্গ বিজেপি। এদিকে এহেন পরিস্থিতিতে সংঘের তরফে প্রচারকদের কাছেও কোনও বার্তা যায়নি। আদৌ কোনও নির্দেশ আসবে কি না সন্দিহান তাঁরা। নাগপুর ও দিল্লীর নির্দেশের অপেক্ষায় প্রচারকরা।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির উত্থানের নেপথ্যে নিঃশব্দে কাজ করে গিয়েছে সংঘ পরিবার। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে। তার ফসল ঘরে তুলেছে বঙ্গ বিজেপি। গত পঞ্চায়েত ভোটে তেমন দাগ কাটতে না পারলেও পরের বছর লোকসভা ভোটে আগের তুলনায় ভাল ফল করে গেরুয়া শিবির। এই ফলাফলের জন্য যতখানি না বিজেপির কৃতিত্ব, তার চেয়ে বেশি কৃতিত্ব সংঘ পরিবারের। কিন্তু এবার বেকায়দায় বঙ্গ বিজেপি।
সংঘের প্রচারকরা এখন সংগঠনের কাজ করে গেলেও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। সংঘের এক ক্ষেত্র প্রচারক জানান, বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হলেও সংগঠনের তরফে কোনও সিদ্ধান্ত হয়নি। তাই প্রচারকরা ভোটের কাজে নামেননি। সংঘের সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাঁরা। সিদ্ধান্ত চূড়ান্ত হলে প্রচারকদের কাছে তা সময়মতো পৌঁছে যাবে। তবে আদৌ পঞ্চায়েত ভোটে সংঘ মাথা ঘামাবে কি না তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।