রাজ্যের কোনও সরকারি দফতরই হোক, কিংবা প্রকল্পের বা কর্মসূচি— বেশিরভাগ ক্ষেত্রেই নামকরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্নের নীচের তলায় কর্মীদের জন্য যে ঝা চকচকে ক্যান্টিন তৈরি হয়েছে তারও নামকরণ করলেন তিনি। নাম রাখলেন ‘খাদ্য ছায়া’।
জানা গিয়েছে, পঞ্চায়েত দফতরের ‘আনন্দধারা’ প্রকল্পের আওতায় এই ক্যান্টিন পরিচালিত হবে। উল্লেখ্য, নবান্নের কর্মীদের জন্য একটি ক্যান্টিনের প্রয়োজন ছিল। কারণ পুরনো ক্যান্টিনের অবস্থা ভাল ছিল না। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে এই নতুন ক্যান্টিন।