এক বেসরকারি নিউজ চ্যানেলে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ‘সুপ্রিম’ নজরে পড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে হলফনামা চেয়েছেন। আর তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ফেসবুকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যা লিখেছেন, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কুণালের মতে, ‘চরম অস্বস্তিতে পড়তে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে কুণাল লেখেন, ‘কিছু দিন আগে টিভি চ্যানেলে তাঁর দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাছে মেনশন করেন আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। শুক্রবারের মধ্যে রেজিস্টার জেনারেলকে এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, বিষয়টি সত্যি হয় তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছেন। তা মোটেও সঠিক কাজ নয়। যদি বিষয়টি সত্যি হয় তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমরা বলব নিয়োগ সংক্রান্ত মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিতে।’ কুণালের এই ফেসবুক পোস্ট সামনে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে।