বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কলকাতাবাসীর। রীতিমতো উধাও সেই অসহ্য প্যাচপেচে গরম। এক ধাক্কায় অনেকটা নেমেছে পারদ। গত সপ্তাহে এই সময়ই দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গ। সপ্তাহ ঘুরতেই আবহাওয়ার ভোলবদল ঘটল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল থেকেই স্বস্তিদায়ক আবহাওয়া। ভোরের দিকে ঠান্ডা ভাবও অনুভূত হয়েছে। যদিও সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ মহানগরে। তবে বেলা গড়ালেও ঘেমেনেয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। সোমবারের বৃষ্টির পর কলকাতায় অনেকটা পারদ পতন ঘটেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। মঙ্গলবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে। অথচ, গত সপ্তাহে এই সময় ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল কলকাতার পারদ।
পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে যে আপাতত আর তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণ চলবে। মঙ্গলবার উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।