বড় সিদ্ধান্তের পথে রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জুন নয়, আগামী মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সম্ভবত মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই জানিয়েছে সূত্র। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ সভাপতি। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ। শেষ হয়েছে ২৭শে মার্চ। প্রায় সাড়ে আট লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।