আগেই পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিশ্বভারতীর জমি বিতর্ক নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন রাজ্যের বিশিষ্টজনরাও। বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন তাঁরা।
বিশ্বভারতী কর্তৃপক্ষ যাতে নোবেলজয়ীকে জমি ইস্যুতে হেনস্থা না করে, সেই আবেদন জানিয়ে ওই খোলা চিঠিতে সই রয়েছে শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, লেখক ভগীরথ মিশ্র, কবি মন্দাক্রাতা সেন, নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়ের মতো গুণীজনরা। প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে বিশিষ্টজনরা আবেদন জানিয়েছেন, ‘তিনি যেন অমর্ত্য সেনকে লাগাতার অপমানের ইস্যুতে নীরবতা ভাঙেন।’ খোলা চিঠিতে সাক্ষরকারী বিশিষ্টজনদের বক্তব্য, অমর্ত্য সেন যে জায়গাটিতে বসবাস করছেন, সেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এখন বিশ্বভারতী তাঁকে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছে। এই ধরনের পদক্ষেপ গোটা বিশ্বের কাছে বাঙালির ও দেশবাসীর মাথ নত করেছে বলেও দাবি করা হয়েছে ওই খোলা চিঠিতে।