কোচবিহারে জনসংযোগ যাত্রার প্রথম দিন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মাধাইখাল কালী মন্দিরে আসেন অভিষেক। সেখানেই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। অভিষেক বলেন, ‘কেন্দ্র ৬০% টাকা দেয়। যদি সেই টাকা না দেয়, তাহলে কি করে চলবে। তবে চিন্তা করবেন না, রাজ্য নিজের অর্থেই কাজ করে দেবে’।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে রাস্তা, পুকুর নিয়ে গ্রামবাসীরা জানান। কাজ হবে বলে আশ্বাস দেন তিনি। এই গ্রামে ফের আরেকপবার আসার আমন্ত্রণ জানান গ্রামবাসীরা। অভিষেক বলেন, ‘কেন্দ্র অর্থ দিচ্ছে না। আমরা বারবার ধরে বলছি। কেন্দ্র অর্থ না দিলে, আমরা দেব। রাজ্যের তরফে কাজ করা হবে’।
অন্যদিকে, দু’মাস আগেই কোচবিহারে সভা করতে গিয়ে রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙার কলেজ মাঠে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সেখানেই তিনি অভিযোগ করেন, গত ২৪ ডিসেম্বর কোচবিহারের দিনহাটার বাসিন্দা প্রেম কুমার বর্মনকে বাংলাদেশ সীমান্তের কাছে গুলি করে মারে বিএসএফ। নিহত যুবকের বাবা, মা এবং দাদাকে মঞ্চে ডেকে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল সাংসদ।