টানা ২ মাস জনসংযোগ কর্মসূচি তৃণমূলের। যার পোশাকি নাম ‘তৃণমূলে নবজোয়ার’। আজ মঙ্গলবার কোচবিহারের দিনহাটা থেকে এই কর্মসূচি শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে জনতার পছন্দের প্রার্থী বেছে নিতেই অভিনব এই কর্মসূচি তৃণমূলের। ভোটের আগে প্রার্থী বাছাই করতে এবার তৃণমূলের পন্থা ‘সিক্রেট ভোটিং’।
এদিন সকাল থেকে একের পর এক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৯টায় দিনহাটা-২ ব্লকের বামনহাট ফুটবল খেলার মাঠে জনসংযোগ করবেন অভিষেক। ১০টা ১০ নাগাদ ব্লকেরই মাধাইকাল কালীবাড়িতে যাবেন। সাড়ে ১০টায় এদিনের প্রথম জনসভা। সাহেবগঞ্জ ফুটবল মাঠে এই সভা হওয়ার কথা।
এরপর ফের দুপুর সাড়ে ১২টায় সিতাই গোসানিমারি হাইস্কুলের মাঠে জনসভা রয়েছে অভিষেকের। বেলা আড়াইটেয় শীতলখুচি পঞ্চায়েত সমিতির মাঠে এদিনের তৃতীয় জনসভা। এরপর বিকেল ৫টা থেকে শুরু হবে অধিবেশন ও গ্রাম বাংলার মতামত। মাথাভাঙা কলেজ মাঠে হবে এই কর্মসূচি।
কুণাল ঘোষের বক্তব্য, ‘এতজন মানুষ যাচ্ছেন। তাতে ন্যূনতম যেটুকু লাগছে। তাতে আবার বেশি টাকা, অতিরিক্ত টাকার কী আছে। যাতায়াত করবে, থাকবে, ন্যূনতম ভাত, ডাল, ডিমের ঝোল তো খাবে। সেগুলো নিয়ে এত কথা? আরে দলটা দেখুন কত বড়। সারা বাংলায় তৃণমূল কংগ্রেসই তো রয়েছে’।