এক বেসরকারি নিউজ চ্যানেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে এবার কলকাতা হাই কোর্টের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। ওই দিনই এ নিয়ে পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম বার কোনও টিভি চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে তখন নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। ওই আলাপচারিতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের ছোটবেলা থেকে এসএসসি মামলা— বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওই সাক্ষাৎকারের বিষয় উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘ওই ইন্টারভিউতে কী রয়েছে, তা আমাদের দেখা দরকার।’