আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। তার আগে বিরোধীদের একজোট করতে ময়দানে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিজেপি আঞ্চলিক দলগুলির নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলে চলেছেন তিনি। আজ যেমন নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী৷ তারপর নীতিশ, তেজস্বীকে পাশে বসিয়ে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নীতীশ কুমার আর আমার ব্যক্তিগত কোনও ইগো নেই। আমরা চাই সবাইকে একসঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে।’
এদিন নীতিশ কুমার বলেছেন, ‘খুব ইতিবাচক আলোচনা হয়েছে। এর পরে প্রয়োজন অনুযায়ী আমরা অন্যান্য দলগুলির সঙ্গেও আলোচনায় বসব।’ জেডিইউ নেতার কথায়, ‘এখন যারা দেশ চালাচ্ছে তারা সব বদলে দিতে চাইছে। ইতিহাস, স্বাধীনতা আন্দোলন— সব। আর খালি নিজেদের ঢাক পেটানো ছাড়া ওদের কোনও কাজ নেই। সব দল একসঙ্গে হয়েই এদের বিরুদ্ধে আগামী বছর লোকসভা ভোটে লড়তে হবে।’ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হয়েছে সেকথাও এদিন সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতিশ বলেন, ‘আমাদের আগে থেকেই সম্পর্ক ছিল, যাতায়াত ছিল। তবে এবার এসে দেখলাম, ইনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) কতটা বদলে দিয়েছেন।’
অন্যদিকে মমতা জানান, আমি নীতিশজিকে বলেছিলাম, জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে। এবারও সেটাই হোক। তাঁর কথায়, ‘আমরা সবাই একসঙ্গে আছি৷ আমি নীতিশজিকে বলেছি সব বিরোধী দলকে নিয়ে বিহারে একটি বৈঠক ডাকতে৷ প্রচার, সভা সেসব তো পরে হবে, আগে একটা ঘরোয়া বৈঠক করে বার্তা দিতে হবে যে সবাই একসঙ্গে আছি৷ নীতিশজিকে আমি বলেছি, আমি চাই বিজেপি শুধু শূন্যে নেমে যাক, আর কিছু চাই না৷ এখানে ব্যক্তিগত কোনও ইগোর লড়াই নেই৷ দেশের মানুষ বিজেপি-র সঙ্গে লড়বে৷ সব দল একসঙ্গে লড়বে৷ শুধু মিথ্যে প্রচার, ভিডিও বানিয়ে হিরো হয়ে আছে৷’