দাবদাহের প্রকোপ থেকে মুক্তি শহরবাসীর। অবশেষে রাজ্যের জেলায় জেলায় নামল স্বস্তির বৃষ্টি। দুপুরেই কালো মেঘ ঘনিয়ে এল কলকাতার আকাশে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটাই। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে আঘামী ২৪ ঘণ্টা। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল শহরের আকাশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের সর্বত্র। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত চলবে শহরে। সঙ্গী ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এমনই মনোরম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও কালবৈশাখীর পূর্বাভাস এখনই দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে কবে থেকে গরম পড়বে তা নিয়েও এখনই কিছু জানায়নি হাওয়া অফিস।
প্রসঙ্গত, শনিবার রাতে এবং রবিবার ভোরের বৃষ্টির জের কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছিল। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪১ থেকে ৮২ শতাংশের মধ্যে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন পূর্ব এবং পশ্চিম ভারতে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও নতুন করে আর তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। দিল্লী এবং উত্তর ভারত জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।