ফের বিতর্কের কেন্দ্রে বঙ্গ বিজেপি। এবার কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ছড়াল ব্যাপক শোরগোল। নির্যাতিতার নাম ও ছবি মিছিলের ব্যানারে ব্যবহার করার অভিযোগ উঠল পদ্মশিবিরের বিরুদ্ধে। আর এই নিয়েই চরমে পৌঁছেছে বিতর্ক। কালিয়াগঞ্জের নির্যাতিতা ছাত্রীর দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তুলেই এদিন মিছিলে নামেন গেরুয়া শিবিরের সদস্য-সমর্থকরা। কিন্তু সেখানে জ্বলজ্বল করছে নির্যাতিতার ছবি এবং তাঁর পরিচয়।
এই নিয়েই বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “এটাই বিজেপির সংস্কৃতি। এরা যে কোনও ইস্যু থেকেই রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করে।” গেরুয়াশিবিরকে একহাত নিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক আনারুল হকও। “যে পরিবারে মৃত্যু হয়েছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। শুধু এই মৃত্যুকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ভাবে কতখানি লাভবান হবে, তারই খেলায় ময়দানে নেমেছে বিজেপি”, জানিয়েছেন তিনি।