বিজেপিশাসিত মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও এক চিতার মৃত্যু হল। সে রাজ্যের বনদফতরের তরফে নিশ্চিত করা হয়েছে খবরটি। রবিবার বন সংরক্ষণের দায়িত্বে থাকা জেএস চৌহান জানান, “উদয় নামের আরও একটি চিতা, যাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল, তার মৃত্যু হয়েছে। চিতাটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। তবে মৃত্যুর কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।” জানা গিয়েছে, এদিন সকালেই জাতীয় উদ্যানের কর্মীরা লক্ষ্য করেন চিতাটি অসুস্থ। সঙ্গে সঙ্গে তাঁকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকেল চারটে নাগাদ প্রাণ হারায় উদয়। সোমবার তার ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
উল্লেখ্য, দেশে চিতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গত বছর নামিবিয়া থেকে এয়ারলিফ্ট করে আনা হয় ৭টি চিতাকে। আবার ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও এক ডজন চিতা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে তাদের রাখার ব্যবস্থা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মহাসমারহে সেই কাজ শুরু হয়েছিল। সেই ১২ চিতারই অন্যতম ছিল উদয়। এর আগে মৃত্যু হয়েছিল মহিলা চিতা শাশার। দুই চিতার মৃত্যু হওয়ায় বর্তমানে কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা কমে হল ১৮। ঘটনার জেরে ইতিমধ্যেই সমালোচনার মুখে মধ্যপ্রদেশের ‘ডবল ইঞ্জিন’ সরকার।