চলতি মরসুমই পিএসজিতে সম্ভবত শেষ মরসুম হতে চলেছে লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে মেসি বিশ্বকাপ জেতার পর থেকেই তাঁর চুক্তির সময় বাড়ানোর পরিকল্পনা ছিল পিএসজির। কিন্তু আপাতত তা হচ্ছে না। মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাই করছে না ফরাসী ক্লাবটি। দু’বছর আগে মেসির সঙ্গে চুক্তি হয়েছিল পিএসজির। সেই সময় ঠিক হয়েছিল, দু’বছর পর চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে দুই পক্ষ। কিন্তু সেটা এখন আর হবে না বলেই মনে করা হচ্ছে। শুধু মেসি নন, পিএসজি আরও অনেক তারকাকেই ছেড়ে দিতে পারে। ফরাসি ক্লাবের মালিক নাসের আল খেলাইফি বড় নামের পিছনে ছুটতে রাজি নন। তিনি ফ্রান্সের ফুটবলারদের তুলে আনতে চান। এর ফলে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা বাড়ল আর একটু।
উল্লেখ্য, মেসিকে আর্থিক কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। এখনও স্প্যানিশ ক্লাবটির আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। কোনও কোনও ফুটবলারকে ছেড়ে দিতে হতে পারে টাকা জোগাড় করতে না পারলে। এর উপর মেসিকে ফেরাতে হলে আরও বিপুল টাকা খরচ হবে বার্সেলোনার। সেই টাকা তারা দিতে পারবে কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। ক্লাব ছাড়ার আগে যদিও পিএসজিকে লিগ জেতানোর দায়িত্ব থাকবে মেসির উপর। পর পর দু’বার ফরাসি লিগ জিততে চাইবেন তিনি। মরসুম শেষ হওয়ার পর মেসিকে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে, তা নিয়ে ফুটবলমহলে তুঙ্গে জল্পনা।