লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ফের তৃতীয় ফ্রন্টের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন মমতা। তারপর সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ শানান বিজেপিকে।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বলেন, ‘আমি চাই যে বিজেপি জিরো হয়ে যাক। কিছু না করেই বড় হিরো হয়ে গিয়েছে।’ সেইসঙ্গে মমতা বুঝিয়ে দেন, কোনও ইগো সমস্যায় ভুগছেন না তিনি। বরং তাঁর এক ও একমাত্র লক্ষ্য হল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সির দিকে যে তাঁর নজর নেই, সেটাই মমতা বোঝাতে চাইলেন বলে রাজনৈতিক মহলের মত।
মমতা বলেন, ‘আজ নীতীশজী এসেছেন। আমিও ২-৩ দফায় নীতীশজীর শপথ অনুষ্ঠানে পাটনা গিয়েছিলাম। সেটা মনে পড়ছে। নীতীশজীর সঙ্গে তেজস্বীজীও এসেছেন। বিহারে ওনারা একসঙ্গে কাজ করে বিজেপির বিরুদ্ধে ভাল বার্তা দিয়েছেন। ওনাদের স্বাগত জানিয়েছি’। সঙ্গে যোগ করেন, ‘উন্নয়ন নিয়ে ওনাদের সঙ্গে কথা হল। রাজনৈতিক বেশ কিছু বিষয়েও কথা হয়েছে’।