সোমবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কছে পর্যুদস্ত হয়েছে কেকেআর-বাহিনী। ইডেনে কলকাতা নাইটদের হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন ধোনিরা। অন্যদিকে টানা চার ম্যাচে হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় ৮ নম্বরে তারা। রবিবারের জোড়া ম্যাচের পরে ছ’টি দলের ৭টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি চারটি দলের হয়েছে ৬টি করে খেলা। ৭টি ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে চেন্নাই। ধোনিদের নেট রানরেট ০.৬৬২। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত পাঁচটি দলের পয়েন্ট সমান। পাঁচটি দলই ৮ পয়েন্টে থাকলেও নেট রানরেটের বিচারে ক্রম অনুযায়ী রয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস (০.৮৪৪)। তার পরের চারটি দল যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস (০.৫৪৭), গুজরাত টাইটান্স (০.২১২), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (-০.০০৮) ও পঞ্জাব কিংস (-০.১৬২)।
পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের পয়েন্ট ৬ ম্যাচ খেলে ৬। তাঁদের নেট রানরেট -০.২৫৪। আট নম্বরে কেকেআর। ৭ ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে তারা। নীতীশ রানাদের পয়েন্ট ৪। এত দিন তাঁদের নেট রানরেট ভাল থাকলেও চেন্নাইয়ের কাছে হারের পরে সেটাও কমেছে (-০.১৮৬)। নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআরের মতো তারাও ৪ পয়েন্ট পেয়েছে। নেট রানরেট হায়দরাবাদের আরও কম (-০.৭৯৪)। একেবারে শেষে রয়েছে দিল্লী ক্যাপিটালস। ৬ ম্যাচে মাত্র ১টি জিতে তাদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। নেট রানরেট -১.১৮৩। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে তারা।