সোমবার সকাল থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পথে নেমেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। একাধিক জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ডিএমকে নেতারা।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার কারণ সোমবার সকাল থেকে চেন্নাই-সহ রাজ্যের একাধিক শহরে আয়কর দফতরের ঝটিকা অভিযান। রাজ্যের নামজাদা রিয়েল এস্টেট কোম্পানি জি স্কোয়ারের একাধিক অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। কয়েকজন ডিএমকে নেতার অফিস, বাড়িতেও তল্লাশি চলছে।
২০১২ সালে যাত্রা শুরু করা জি স্কয়ার প্রথম থেকেই ডিএমকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্ট্যালিন মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই কোম্পানির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে বলে বিজেপির দাবি।
বিজেপির রাজ্য সভাপতি কে আন্নমালাই অনেক ধরেই জি স্কোয়ার এবং স্ট্যালিনের সম্পর্ক নিয়ে সরব। তার জেরেই আয়কর হানা বলে অভিযোগ ডিএমকের। স্ট্যালিনের বিজেপি বিরোধী জোট গড়ার উদ্যোগ শুরুর পর পর ডিএমকে নেতা ও দল ঘনিষ্ঠ শিল্প সংস্থার অফিসে হানার পিছনে রাজনীতির অন্য অঙ্ক দেখছে বিরোধী শিবির।