এক বেসরকারি নিউজ চ্যানেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে এবার কলকাতা হাই কোর্টের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা চেয়েছেন। আর তারপরেই টুইটে সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানাকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। তা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে বলেছিলেন, সিবিআইয়ের উচিত কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা। যা নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল শাসকদল তৃণমূল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশেও আপাতত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এবার তাঁকে নিশানা করে কুণাল তাঁর টুইটে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত বিচারব্যবস্থা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতি করা। বিচার চালানোর কোনও নৈতিক অধিকার তাঁর নেই।’