বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বাংলাবাসীর। আগামীকাল, অর্থাৎ সোমবার থেকেই খুলছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতির যেহেতু পরিবর্তন হয়েছে সেই কথা মাথায় রেখেই আর নতুন করে ছুটি বাড়ানো হচ্ছে না। সেই ক্ষেত্রে সোমবার থেকেই সমস্ত স্কুল কলেজ তাদের নিয়ম মতন ক্লাস শুরু করতে পারবে। সরকারের পক্ষ থেকে অথবা শিক্ষা দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত নতুন করে কোনও নির্দেশিকা দেওয়া হবে না। কারণ আগের অর্ডারে বলা ছিল এক সপ্তাহের জন্য ছুটি থাকবে। এক সপ্তাহ যেহেতু শনিবারই শেষ হয়ে গেল, ফলে ওই অর্ডারের আর কোনও তাৎপর্য থাকছে না। সেই কারণে সোমবার থেকে খুলে যাবে সমস্ত স্কুল কলেজ।
প্রসঙ্গত, গত সপ্তাহে নির্দেশিকা জারি করার সময়ই বলা হয়েছিল তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। যেহেতু এই মুহুর্তে পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে সেই জায়গায় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার থেকে পঠনপাঠন শুরুর জন্য আলাদা করে কোনও নির্দেশিকা জারি করা হবে না। গত সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার পর্যন্ত ছিল এই ছুটি। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।