মোদী সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন কন্নড় অভিনেতা চেতন কুমার। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, হিন্দুত্ব নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করার ‘অপরাধে’ তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে! চেতন বলছেন, “আমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে আমার মন ভাঙতে পারে। কিন্তু সাহসকে দমিয়ে রাখতে পারবে না।” অর্থাৎ ভবিষ্যতেও কেন্দ্র-বিরোধী ইস্যুতে সরব হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা। “হিন্দুত্ব মিথ্যার উপর দাঁড়িয়ে”, এমনই দাবি করেছিলেন কন্নড় অভিনেতা। এমনকী, হিজাব বিতর্ক চলাকালীন কর্ণাটক হাই কোর্টের বিচারপতিকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এর জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বজরং দল। সেই অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে চেতনকে গ্রেফতারও করা হয়। আপাতত জামিনে মুক্ত তিনি। এরপরই তাঁর নাগরিকত্ব কার্ড জমা করার নির্দেশ দেয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।
প্রসঙ্গত, ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। অথবা কেন তাঁর নাগরিকত্ব প্রত্যাহার করা হবে না, তার স্বপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু অভিনেতার যুক্তিতে সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট বিভাগ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অভিনেতার নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেন চেতন কুমার। তবে সূত্রের খবর, নাগরিত্ব প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কন্নড় অভিনেতা চেতন অহিমসা আদপে শিকাগোর বাসিন্দা। ২০১৮ সাল থেকে তিনি ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের অধিকারী। দীর্ঘদিন এদেশে থাকছেন। তাঁর স্ত্রী ভারতীয়। এদেশের রূপালি জগতে তাঁর অবদান রয়েছে। যুক্তিস্বরূপ এই তথ্যগুলি তুলে ধরেছিলেন চেতন। কিন্তু তাতেও লাভ হয়নি কোনও। কেন্দ্রের এই পদক্ষেপে তিনি আহত বলেই জানিয়েছেন। তবে তাঁর আত্মবিশ্বাস ও সাহসে কোনও কমতি ঘটবে না, এমনই জানিয়েছেন চেতন।