এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আইনি নোটিশ পাঠালেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। সঞ্জয়ের অভিযোগ, দিল্লী আবগারি দুর্নীতি মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নাম টেনে এনে তাঁর সম্মানহানি করেছে কেন্দ্রীয় এজেন্সিটি। ইডির আধিকারিকদের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে আপ সাংসদের চিঠি গিয়েছে ইডির সদর দফতরে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলার মুখে পড়তে হবে বলেও ইডিকে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছেন সঞ্জয়। ইডিকে পাঠানো চিঠিতে সঞ্জয়ের আইনজীবী সরাসরি সম্বোধন করেছেন ইডির ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে।
উক্ত চিঠিতে দাবি করা হয়েছে, ইডির ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং তাঁদের সহযোগী, সহকর্মী, এজেন্ট এবং কর্মীদের মাধ্যমে সঞ্জয়ের সম্মানহানি করা হয়েছে। এ জন্য ইডিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন আপ সাংসদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা না করলে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী। সঞ্জয়ের দাবি, দিল্লী আবগারি দুর্নীতি মামলায় এক অভিযুক্তের বয়ানকে রাজনৈতিক উদ্দেশে এমন ভাবে প্রকাশ্যে আনা হয়েছে যাতে তাঁর ভাবমূর্তিতে কালি লাগানো যায়। উল্লেখ্য, আগে ইডির বিরুদ্ধে মিথ্যে বয়ানেরও অভিযোগ করেছিলেন আপ সাংসদ।