প্রবল দাবদাহের প্রকোপে অতিষ্ঠ হয়ে উঠেছিল কলকাতাবাসীর জীবন। শেষমেশ মিলল স্বস্তি। ২১ দিন পর ফের বৃষ্টিতে ভিজল শহর। পাশাপাশি দমকা হাওয়ায় অনেকটাই দূর হল গরম। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতাতে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তারপরের দুদিন তা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪-৫ দিন অন্তত তাপপ্রবাহ ফেরার কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো কিছুটা নামবে। মূলত মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
পাশাপাশি, রবিবার বিকেলের পর বৃষ্টি কিছুটা বাড়বে। বাড়বে দমকা হওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। দমকা ঝড় হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহবিদদের। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় কমবে শিলাবৃষ্টির পরিমাণ। উত্তরের আট জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবারে দমকা ঝড় হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং মঙ্গলবারে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।