দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১০৫ জন। দেশে অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ০.১৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৭ হাজার ৮০৬ জন। একদিনে করোনায় মৃত ২৯ জন।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৩২৯ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪২ লক্ষ ৯২ হাজার ৮৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।