সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলার পিছনে সরকারি ব্যর্থতার কথা বলায় প্রধানমন্ত্রী তাঁকে চুপ থাকতে বলেছিলেন। আর তারপরই আচমকা সিবিআইয়ের তলবের মুখে পড়তে হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। এবার তাঁর পাশে দাঁড়াল বিরোধীরা। কংগ্রেস এবং আম আদমি পার্টির নেতারা মালিককে কুর্নিশ জানিয়েছেন সত্য কথা সাহসের সঙ্গে বলার জন্য।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল টুইটে লিখেছেন, যেদিন সত্যপাল মালিক দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ক্ষমতালোভী মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছেন, সেদিনই বোঝা গিয়েছিল, মোদির পোষা এজেন্সিগুলি আজ হোক বা কাল হোক, তাঁকে নিশানা করবে। শুক্রবারের সিবিআই সমন সেটাই প্রমাণ করল। আম আদমি পার্টির নেতা এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, সারা দেশ আপনার পাশে রয়েছে। চারদিকের এই ভয়ের পরিবেশে আপনি সাহস দেখাতে পেরেছেন। সিবিআইয়ের পিছনে যাঁরা লুকিয়ে আছেন, তাঁরা অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত, কাপুরুষ। আপনি এগিয়ে যান।
প্রসঙ্গত, শুক্রবারই সত্যপাল মালিককে হাজিরার জন্য নোটিস পাঠায়। জম্মু ও কাশ্মীরের বিমা কেলেঙ্কারির তদন্তে আগামী সপ্তাহে তাঁকে দিল্লীর আকবর রোডে সিবিআইয়ের গেস্ট হাউসে ডেকে পাঠানো হয়েছে। সত্যপালের অভিযোগ ছিল, বিজেপি নেতা রাম মাধব জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীদের জন্য আম্বানিদের রিলায়েন্স সংস্থার বিমা প্রকল্পের জন্য তাঁর কাছে সওয়াল করতে এসেছিলেন। এই প্রকল্পে অনেক সরকারি কর্মচারীই অখুশি ছিলেন। তাঁরা সত্যপালের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান। শেষে তিনি ওই প্রকল্প বাতিল করে দেন। মালিক নিজস্ব সূত্রে খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন, ওই প্রকল্পে ছাড়পত্র দিলে ১৫০ কোটি টাকা পাওয়া যেত।