আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। এবার ফের ১২ হাজার ছাড়াল তা।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ৪২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩০০। অ্যাকটিভ কেস আরও বেড়ে হয়েছে ৬৭ হাজার ৫৫৬।