২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। আর সেই উপলক্ষেই আগামী ২৪ ও ২৫ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে দেশের একাধিক রাজ্যে সফর করবেন। প্রথমে নয়াদিল্লী থেকে মধ্যপ্রদেশ যাবেন তিনি। তারপর রওনা দেবেন কেরালার উদ্দেশ্যে। মাঝে যাবেন কেন্দ্রশাসিত অঞ্চল দমনে। আর এই ৩৬ ঘণ্টার সফরে মোট ৫ হাজার ৩০০ কিলোমিটার যাত্রা করবেন মোদী। যার জন্য দেশের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ হতে চলেছে। অর্থাৎ দেশের জনগণের দেওয়া করের টাকায়। উল্লেখ্য, গত মাসের ১২ তারিখ কর্ণাটকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই সফরে সেরাজ্যের বাসবরাজ বোম্মাই সরকার ৯.৪৯ কোটি টাকা খরচ করেছিল।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন মোদী। তারপর থেকে তিনি প্রতি বছর নিয়ম করে বিদেশ সফর ও দেশের অভ্যন্তরে অগুনতি সফর করেছেন। যা নিয়ে হামেশাই সমালোচনা হয় বিরোধী ও সমালোচক মহলে। সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে মিমের বন্যা বয়ে যায়। কারণ, প্রধানমন্ত্রীর সফরে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। আগামী ২৪-২৫ এপ্রিল যে ঠাসা-সফরসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, সময় বাঁচাতে পুরোটাই আকাশপথে ভ্রমণ করবেন তিনি। স্বাভাবিকভাবেই এর জন্য প্রচুর পরিমাণ অর্থ খরচ হতে চলেছে বিমান ও হেলিকপ্টারের জ্বালানি এনং অনুষ্ঠান আয়োজন, নিরাপত্তা ও অন্যান্য বন্দোবস্ত সহ।