গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রয়াগরাজের জেল থেকে কোলভিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হচ্ছিল গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে। সে সময়েই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড়ে মিশে পুলিশি ঘেরাটোপে থাকা আতিক ও আশরাফ আহমেদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করে তিন আততায়ী লাভলেশ তিওয়ারি, অর্জুন মৌর্য এবং সানি সিংহ। এবার তাদের নাথুরাম গডসের অনুগামী আখ্যা দিলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি। ওই হত্যাকাণ্ডের তিন মূল অভিযুক্তকে ‘জঙ্গি’ বলেও তোপ দাগলেন তিনি। প্রশ্ন তুললেন কেন এক্ষেত্রে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হবে না।
সংবাদমাধ্যমের উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই আতিক-আশরফকে হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। বিরোধীদের দাবি, যোগীর শাসনে গুন্ডারাজ চলছে রাজ্যে। এর মধ্যেই এবার আসরে নামলেন ওয়েইসি। তিনি বলেন, ‘কেন আতিক-আশরফকে যারা খুন করল তাদের ক্ষেত্রে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হচ্ছে না? কে খুনিদের অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিল? ৮ লক্ষ টাকার বিনিময়ে ওই অস্ত্র কেনার টাকা জোগাল কে? ওরা মৌলবাদী। গডসের পদাঙ্ক অনুসরণ করছে।’ উল্লেখ্য, ৮ লক্ষ টাকার বিষয়টি জানিয়েছে পুলিশই। উত্তরপ্রদেশের পুলিশের তরফে জানানো হয়েছে খুনের অস্ত্র এসেছিল তুরস্ক থেকে। এর দাম ৮ লক্ষ টাকা। এবার সেই তথ্যকেই হাতিয়ার বানালেন ওয়েইসি।