পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুলতেই আচমকা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ নিয়ে ইতিমধ্যে তাঁর প্রতিক্রিয়াও সামনে এসেছে। সত্যপাল জানিয়েছেন, সিবিআই তাঁকে কিছু প্রশ্নের উত্তর দিতে সিবিআই অফিসে হাজির হতে বলেছে। সত্যপাল মালিক বলেছেন যে তিনি কিছু ব্যাখ্যার জন্য সময় চেয়েছেন এবং এবং সিবিআই তা মঞ্জুর করেছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিক বলেন, আমি রাজস্থান যাচ্ছি, তাই আমি তাদের ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে সিবিআইকে সময় দিয়েছি। গত বছর কথিত কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে কংগ্রেস এবং আম আদমি পার্টি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের তলব নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘পুরো দেশ আপনার সঙ্গে আছে। আপনি অনেক সাহস দেখিয়েছেন স্যার। সে কাপুরুষ, সিবিআই-এর আড়ালে লুকিয়ে আছে। এই মহান দেশে যখনই কোন সংকট এসেছে, আপনার মতো মানুষ সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন। সে অশিক্ষিত, দুর্নীতিবাজ, বিশ্বাসঘাতক। সে আপনার সঙ্গে লড়াই করতে পারবেন না আপনি এগিয়ে যান স্যার, আপনার জন্য আমরা গর্বিত।’ অন্যদিকে কংগ্রেস টুইটারে মালিকের তলব নিয়ে মোদীকে আক্রমণ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ওঁর সব কথা ফাঁস করে দিয়েছেন সত্যপাল মালিক। এবার সিবিআই ওঁকে ডেকে পাঠাল। এটা তো হওয়ারই কথা ছিল।’