প্রতি মুহূর্তে গ্রীষ্মের দাপুটে ইনিংসের সাক্ষী থাকছে রাজ্য। প্রবল তাপপ্রবাহে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। এবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। এমনটাই জানিয়েছে তারা। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। তবে এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বাড়বে কলকাতায়।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই দুই এর প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন পূর্ব মধ্য এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। এর জেরে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।