সম্প্রতি কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় গিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, মোদীর আশীর্বাদ আছে বলেই ডবল ইঞ্জিন শাসিত কর্ণাটকে একের পর এক উন্নয়ন হচ্ছে। তাঁর আশীর্বাদ যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে ফের বিজেপির জয় দরকার। বিজেপি জয়ী হলেই মোদীর আশীর্বাদ থেকে যাবে। নাড্ডার এহেন বক্তব্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এতদিন ধরে বিরোধীরা যা যা বলেছে, তাই সত্য হল।
হাত শিবিরের অভিযোগ, যে রাজ্যে বিজেপি পরাস্ত হয়, সেখানে মোদী সরকার উন্নয়নের জন্য সাহায্য করে না। আর্থিকভাবে সেই রাজ্যকে চাপে রাখা হয়। সাফ কথায় কেন্দ্রের সাহায্য পেতে হলে, বিজেপিকেই জয়ী করতে হবে। এই প্রবণতা রাজ্যে রাজ্যে দেখা যায়, বাংলা যার অন্যতম এক উদাহরণ। অবিজেপি রাজ্যগুলির থেকে বিজেপি শাসিত রাজ্যে অর্থবরাদ্দ এবং উন্নয়ন অনেক বেশি হয়। তাদের বক্তব্য, রাজ্যের কাজে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার সবরকম সাহায্য করবে। এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধান এটাই বলছে। সংবিধান দেশবাসীকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাও দিয়েছে। তবে কি উন্নয়ন বন্ধের হুঁশিয়ারি দিয়ে ভোট আদায় করতে চাইছে গেরুয়া শিবির? এমনই প্রশ্ন তুলছে কংগ্রেস। তাদের দাবি, নাড্ডার মন্তব্যেই সেই ইঙ্গিত স্পষ্ট।