এবার সাংবাদিক বৈঠক থেকে ফের শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘ওঁর (শুভেন্দু অধিকারী) জানা উচিত জল ধরো, জল ভরো সাকসেসফুল। জল নিয়ে সেনসাস বেরিয়েছে। তাতে বাংলার প্রশংসা করা হয়েছে। তাহলে দিল্লী, রাজস্থানে গরম কেন? বাংলায় ছোট-বড় জলাধার সবচেয়ে বেশি।
জল সংকট এখন হচ্ছে না। ওয়াটার বডি সেনসাস রিপোর্ট দেখে নিন। আমাদের ভাগ্য ভাল, শুভেন্দু অধিকারী বলেননি যে, এত গরম পড়েছে যে তৃণমূল কংগ্রেস দায়ী।’ অন্যদিকে, কুণাল অভিযোগ করেন, ‘রাজ্য সরকার চাকরি দিতে চায়৷ মুখ্যমন্ত্রী চাকরি দিতে চায়। কিন্তু এখানে মিলিত রাজনৈতিক শক্তি, আদালতে গিয়ে মামলা করে চাকরি আটকাচ্ছে। ডিএ নিয়ে দাবি হতেই পারে। তবে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে৷ প্রশাসন আলাদা করে দেখছে।’