একশো দিনের কাজ ও আবাস যোজনা খাতে বাংলায় বকেয়া পাওনা চাইতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ে সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিরিরাজ সেদিন দেখা না করায় তাঁর উদ্দেশে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিও দিয়েছিলেন। যার উত্তরে গিরিরাজ এখন লিখেছেন, আপনাদের বিষয়টা সংশ্লিষ্ট দফতরকে পাঠিয়ে দিয়েছি।
গিরিরাজের ওই চিঠি নিয়ে ট্যুইটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, আপনি নিজেই যদি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হন, তা হলে চিঠিটা ফরওয়ার্ড করলেন?
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এ তো মহাকাব্যিক ব্যাপার! নতুন ভারত বটে! গিরিরাজ সিং ফরওয়ার্ডিং টু গিরিরাজ সিং’!
পর্যবেক্ষকদের অনেকের মতে, তৃণমূল আসলে বোঝাতে চেয়েছে যে ইচ্ছাকৃত ভাবে কেন্দ্র তথা গ্রামোন্নয়ন মন্ত্রক দেরি করছে টাকা দিতে। এ ব্যাপারে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুক্তি দুর্বল। তাই দিল্লিতে থেকেও গিরিরাজ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের মুখোমুখি হননি। তাঁর আপ্ত সহায়ক মিথ্যা বলেছিলেন সেদিন। তিনি বলেছিলেন, গিরিরাজ দিল্লিতে নেই পাটনায় গিয়েছেন। এর আগে বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর সঙ্গে দেখা করতে চাইলে দু’মাস ধরে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এ সব বেনজির ঘটনা। গিরিরাজ চিঠির যে জবাব দিয়েছেন, তাকেও টালবাহানা হিসাবেই দেখছে তৃণমূল।