মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হওয়া মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদন্ড দেয় সুরাতের আদালত। তারপরই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। সেই সঙ্গে বাংলো ছেড়ে দেওয়ার নোটিস ধরানো হয়। যদিও আইনি জটিলতা এখনও চলছে। তবে তার মধ্যেই বাংলো ছেড়ে দিলেন রাহুল। শনিবার বাংলো ছেড়ে বেরিয়ে গেলেন তিনি।
প্রসঙ্গত, ২০০৫ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই দিল্লীর ১২ নম্বর তুঘলক রোডের ওই সরকারি বাংলোয় থাকছিলেন রাহুল। মোদি-পদবী মন্তব্য়ে দোষী সাব্যস্ত হলে ওই বাংলো ছাড়ার নোটিস ধরানো হয় তাঁকে। সেই মতো গত কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল। আসবাবপত্র, ব্যক্তিগত জিনিস, সব একে একে সরাতে শুরু করেন। ট্রাকে করে সেসব মা সোনিয়া গান্ধীর বাড়িতে শিফট করা হয়।