সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি-সহ একাধিক কেন্দ্র সরকারি অফিস৷ এবার সেখানের এনএসও দফতরের মধ্যেই সহকর্মীর বিরুদ্ধে কু-প্রস্তাব, শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মধুসুদন মণ্ডলকে গ্রেফতার করেছে৷ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুরো ঘটনাটি প্রকাশ্যে আসতে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিনী ও অভিযুক্ত দুজনেই ওই দফতরের কন্ট্রাকচুয়াল কর্মী।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল বিধাননগর উত্তর থানায় সল্টলেক সিজিও কমপ্লেক্স এর এনএসও দফতরের কন্ট্যাকচুয়াল এক মহিলা কর্মী অভিযোগ জানায়, যে ওই দফতরের কন্ট্রাকচুয়াল কর্মী মধুসূদন মণ্ডল তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছে এবং শ্লীলতাহানি করেছে৷ অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানার পুলিশ তদন্তে নামে। তদন্ত নেমে বৃহস্পতিবার দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্সের এনএসও দপ্তরে এসে অভিযুক্তকে আটক করেছিল পুলিশ৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷
