মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হওয়া মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদন্ড দেয় সুরাতের আদালত। কংগ্রেস নেতার আইনজীবী আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তাঁর সাজা অন্তত একদিন কমিয়ে দেওয়ার অনুরোধও করেন। তবে কংগ্রেস নেতার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক পি মোগেরা। পর্যবেক্ষণে তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসাবে শব্দচয়নে তাঁর আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
কংগ্রেস সূত্রের খবর, দায়রা আদালতের এই রায় তাদের জন্য খানিকটা অপ্রত্যাশিতই। তবে তাতে থেমে না গিয়ে দলের লিগ্যাল সেল এবার যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামছে। শনিবারের মধ্যেই গুজরাত হাই কোর্টে আরজি দায়ের করা হবে। তবে এসবের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, আর যাই হোক সাংসদ পদ এখনই ফিরে পাচ্ছেন না রাহুল। যার অর্থ তাঁকে ২৩ এপ্রিলের আগেই দিল্লীর বাংলো খালি করতে হবে। আর সেটার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রাহুল। সূত্রের খবর, ২২ এপ্রিল অর্থাৎ শনিবারই দিল্লীর ১২ তুঘলক রোডের সরকারি বাংলো খালি করে দেবেন।
