কলকাতা নিয়ে টুইট করে এবার বিতর্কের মুখে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বেগবাগান এলাকার কোয়েস্ট শপিং মল থেকে সরিয়ে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে যাওয়ায় একটি বিতর্কিত টুইট করেন বিবেক। এরপরই শুরু হয় বিতর্ক।
বিবেক এদিন টুইট করে লেখেন, ‘কলকাতাবাসী আপনাদের জানাচ্ছি যে নিরাপত্তার কারণে আমার বই আরবাননক্সাল বই স্বাক্ষরের স্থানটি কোয়েস্ট মল থেকে স্টারমার্ক বুক শপ, সাউথ সিটি মলে সরানো হয়েছে। আমাকে জানানো হয়েছে যেহেতু কোয়েস্ট মল একটি মুসলিম এলাকা, তাই এটি নিরাপদ নয়।’
এরপরই বিবেকের টুইটের জবাব দেন রাজ্যের মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। তিনি টুইটে লেখেন, ‘প্রিয় বিবেক অগ্নিহোত্রী, আপনি আমার চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সহকর্মী এবং আপনার স্ত্রী পল্লবীর সঙ্গে আমার পরিচিতি দীর্ঘকাল ধরে। কোয়েস্ট মলটি আমার এমএলএ নির্বাচনী এলাকা বালিগঞ্জে রয়েছে। আমার শুনে খারাপ লাগছে যে আপনার ইভেন্টটি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং তা আপনার বলা কারণের জন্য।’
এরপর বাবুলের টুইটের উত্তরে বিবেক আবার লেখেন, ‘আপনি যেহেতু বিধায়ক, আপনি কি আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন? নাকি আমার মত আপনিও অসহায়?’ সেই টুইটেরও পালটা উত্তর দেন বাবুল। লেখেন, ‘আমি অসহায় নই। আমি যখন বিজেপিতে ছিলাম তখন বিনা কারণে আমাকে দাঙ্গাবাজ বলা হয়েছিল। দয়া করে অনুষ্ঠানের একদিন আগে কলকাতায় আসুন। আপনাকে সেরা বুক রিলিজ অনুষ্ঠান উপহার দিতে চাই আমরা।’