আর বেশি দেরি নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন সারা বাংলাজুড়ে। সরগরম রাজ্য-রাজনীতি। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সবাই। বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কর্মীসভায় বক্তব্য রাখতে যান উদয়ন গুহ। আর সেখানে দাঁড়িয়েই প্রকাশ্য সভা থেকে তৃণমূল নেতাদের উদ্দেশে কড়া বার্তা দেন মন্ত্রী। বলেন, “কিছু কিছু জায়গায় কেউ কেউ পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে নাকি তৃণমূল বাঁচাও কমিটির নাম করে নির্দল হয়ে লড়ার কথা বলে বেড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি বন্ধু তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি না বানিয়ে আগে নিজেদের পিঠের চামড়া বাঁচাও কমিটি তৈরি করে নাও।”
এদিন মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, “তৃণমূলে থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে কাউকে ছেড়ে কথা বলা হবেনা।” শুধু নিজের দলের কর্মীদেরই নয়, পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকেও সতর্ক করেছেন উদয়নবাবু। এই নিয়ে মঞ্চে দাঁড়িয়েই গান গেয়েছেন তিনি। “বিজেপি ভোট চাইতে এলে মা বোনেরা ঝাঁটা দিয়ে জোরে জোরে আওয়াজ করবেন ও গান করবেন তোর কোন কোন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা!”, বক্তব্য তাঁর।
