যোগী রাজ্যে সদ্য নিহত গ্যাংস্টার আতিক আহমেদ ও আশরফ আহমেদের মৃত্য নিয়ে রীতিমতো ‘কৃতিত্ব’ কুড়োতে চাইলেন বিজেপির বিধায়ক রাজীব গাম্বার।
বৃহস্পতিবার শাহারানপুরের একটি ভোটপ্রচারের অনুষ্ঠানে তিনি বলে বসেন, ‘উপর ভেজ দিয়া হামনে। আমরা কি আতিককে উপরে পাঠিয়ে দিলাম না? আশরাফকে উপরে পাঠিয়ে দিলাম না? এবার শাহারানপুরের গুন্ডাদেরও একই পরিণতি হবে। আমাদের প্রার্থীকে ভোট দিন।’
এই বক্তব্যের ভিডিও তুলে কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই তা ভাইরাল হয়ে যায় দ্রুত। অভিযোগ ওঠে, পুলিশি ঘেরাটোপে থাকা অবস্থায় খুন নিয়ে যেখানে সারা রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে, সেখানে এই ঘটনা নিয়ে রীতিমতো গর্ব করছেন বিধায়ক রাজীব গাম্বার!
সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজপাল সিং এই ঘটনায় বলেন, ‘বিধায়ক রাজ্য সরকারের প্রতিনিধি। ওঁর এই কথায় অনেক প্রশ্ন উঠছে। তদন্ত হওয়া উচিত। ওই ভিডিওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা জরুরি।’
বিধায়ক রাজীব গাম্বারের তরফে অবশ্য কোনও মন্তব্য মেলেনি। বিজেপির তরফেও এই নিয়ে কোনও নেতা এখনও মুখ খোলেননি। বিরোধীরা অবশ্য বলছেন, আতিক ও আশরাফের খুন আদতে ‘সাজানো এনকাউন্টার’ ছাড়া কিছু নয়। তাঁদের অভিযোগ, পুলিশি যোগসাজশেই হত্যা করা হয়েছে ওই দুই গ্যাংস্টারকে। সে কথাই বেরিয়ে গেছে বিধায়কের মুখ থেকে।